মেঘ বালিকা ।। মুজনাঈম রুনী

আমি ঐ মেঘ বালিকা

মেঘের সাথেই চলা ফেরা,

জ্যোৎস্না মেখে তাঁরাদের

সাথে করি খেলা ।


হেথায় সেথায় গড়ে বেলা

চিন্তা ক্লেশ নেই তো কোন ,

কাটছে দিন আনন্দো উল্লাসে

করছি সব হেলায় ফেলা ।


করছে না কেউ শাসন বাড়ন

পায়নি খুঁজে কোন কারন ।

ঐ নীল আকাশের রঙিন মেঘ

হেসে খেলে করি অভিষেক ।


ইচ্ছারা সব খুশিতে ডানা মেলে

মেঘের সাথে খেলতে পেয়ে ,

চাঁদের আলো মেখে জ্বলে

তাঁরাদের সাথে রাত ভর খেলে ।


আমি ঐ মেঘ বালিকা

মেঘের সাথে চলা ফেরা,

হাঁটছি ঐ মেঘের কোলে

দুঃখ কষ্ট সব ভুলে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।