আমি ঐ মেঘ বালিকা
মেঘের সাথেই চলা ফেরা,
জ্যোৎস্না মেখে তাঁরাদের
সাথে করি খেলা ।
হেথায় সেথায় গড়ে বেলা
চিন্তা ক্লেশ নেই তো কোন ,
কাটছে দিন আনন্দো উল্লাসে
করছি সব হেলায় ফেলা ।
করছে না কেউ শাসন বাড়ন
পায়নি খুঁজে কোন কারন ।
ঐ নীল আকাশের রঙিন মেঘ
হেসে খেলে করি অভিষেক ।
ইচ্ছারা সব খুশিতে ডানা মেলে
মেঘের সাথে খেলতে পেয়ে ,
চাঁদের আলো মেখে জ্বলে
তাঁরাদের সাথে রাত ভর খেলে ।
আমি ঐ মেঘ বালিকা
মেঘের সাথে চলা ফেরা,
হাঁটছি ঐ মেঘের কোলে
দুঃখ কষ্ট সব ভুলে।