মাঝে মাঝে ইচ্ছে করে
ঘরের চার দেয়াল ভেদ করে
নীল দিগন্তে হারিয়ে যাই।
বিলিন করে দিয়ে,মনের সব কষ্ট।
পাড়ি জমাই অজানা কোন ভুবনে।
যেখানে চেনা কোন মানুষ থাকবে না জীবনে।
মাঝে মাঝে ইচ্ছে করে
সবুজের সমারোহে,পাখির কলোতানে,
নদীর মোহনায়,সাগরের বিশালতায় ডুব দেই।
গাঁ ভাসিয়ে দেই প্রকৃতির প্রেমে, দৃষ্টি জুড়ানো ভুবনে।
মাঝে মাঝে ইচ্ছে করে
পাড়ি জমাই পৃথিবীর,এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
ছুঁটে চলি দেশ হতে দেশান্তরে,
রূপ কথার রাজ কুমারের মত।
মাঝে মাঝে ইচ্ছে করে
হাওয়ার মাঝে মিলিয়ে যাই,
নিজের অস্তিত্ব হারিয়ে মিশি গিয়ে,
নীল লক্ষার নীলে।
এক জীবনে কত শত ইচ্ছে আমার
জানি না কয়টা বা হবে পুরণ
তাই ইচ্ছে গুলো আমার বুকের ভিতর
অতি যত্নে হয়ে আছে অমর।
তবে দেইনি এখনো সেগুলোর করব।
শাহজাদী আক্তার
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।