নামটি তার গোমতী
নদীর কূলে পল্লবের দোল বিহঙ্গের কলতান৷
নওরোজ বন্ধুদের সাথে হাটা
এই নদীর কূলে ঘাসের সবুজ পাতা
যেন স্বর্গ থেকে আসা গালিচা
সতত আঁকাবাকা পথে ছুটে চলা
যেন অলকান্দ থেকে আসা
সবুজ শ্যামলের প্রাণ যেন এই গোমতী
হরেক রকম ছোট ছোট ঘাস ফুল
মনে পড়ে একদিন
তোমার মায়াবী নয়নে বিলীন হওয়া
এই মায়াবী নদীর তীরে
তুমি এই নদীর রূপ দেখে
মুগ্ধ হয়ে মুচকি হেসেছিলে
আকাশে রং ধনু সাজ, তোমার মন কেড়েছে
আর
তোমার নয়নের মুগ্ধতায় ছবি,মুচকি হাসি,
আমার মনের রাজ্যে
তোমাকে সম্রাজ্ঞী করে সেজেছে
গোমতী নদী রূপে বিস্তীর্ণ সবুজ পাড়ে
তুমি আমি পাশাপাশি বসে
গল্পের কথা আজও মনে পড়ে
আজ আমি বৃদ্ধ তুমি মৃত
অথচয় এই নদী সেই যৌবনের রূপে
কিছুদিন পরে আমি ও চলে যাব
তবে চিরকাল থাকুক এই নদীর রূপ
প্রজন্ম থেকে প্রজন্ম এই নদীর রূপে মুগ্ধ হোক
চারদিকে সবুজ মাঠ আকাশে শুভ্রের হাসি
বিহঙ্গের উড়াউড়ি প্রজাপতির ছুটোছুটি
আঁকাবাঁকা পথে ছুটে চলা নদী টি
যেন অলকান্দ থেকে আসা নদী।
রেজাউল করিম
শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।