মনিকা– ৩ ।। বিপুল রায়


সবকিছু বদলি গেইসে, মনিকা– সবকিছুই...
মায়া নাগা পিথিবীর রীতি-নীতি বিধি-নিষেধ,
এমনকি নিষ্পাপ ভালোবাসার অস্তিত্ব পর্যন্ত;
খালি তুই বদলাইস নাই আজিও–
                                  সেদিনের মতনে
চেরাপুঞ্জির ম্যাঘ হয়া মরু বুকোত ঝড়ি নামাইস,
ডগডগা করি তুলিস মোক গাজারি ঘাসের মতন;
হিয়ার ভিতিরা গভীর ক্ষত মঞ্জাইস এলাও–
                        তোর বিশুদ্ধ ভালোবাসাত...


হাজার বছর পরে যুদি আরও ফিরি আইসোং–
                  এই মায়া নাগা পিথিবীর বুকোত;
তুইও ফিরি আসিস, মনিকা– এই জনমের মতন
সেদিনও ভালোবাসার অদল-বদল করিমু–
                     এক বুক নিষ্পাপ ভালোবাসা...

তারিখ: ২৮.১০.২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।