সবকিছু বদলি গেইসে, মনিকা– সবকিছুই...
মায়া নাগা পিথিবীর রীতি-নীতি বিধি-নিষেধ,
এমনকি নিষ্পাপ ভালোবাসার অস্তিত্ব পর্যন্ত;
খালি তুই বদলাইস নাই আজিও–
সেদিনের মতনে
চেরাপুঞ্জির ম্যাঘ হয়া মরু বুকোত ঝড়ি নামাইস,
ডগডগা করি তুলিস মোক গাজারি ঘাসের মতন;
হিয়ার ভিতিরা গভীর ক্ষত মঞ্জাইস এলাও–
তোর বিশুদ্ধ ভালোবাসাত...
হাজার বছর পরে যুদি আরও ফিরি আইসোং–
এই মায়া নাগা পিথিবীর বুকোত;
তুইও ফিরি আসিস, মনিকা– এই জনমের মতন
সেদিনও ভালোবাসার অদল-বদল করিমু–
এক বুক নিষ্পাপ ভালোবাসা...
তারিখ: ২৮.১০.২০২১