শত কষ্টের পাহারায়,
কেবা ফিরে চায় অশ্রুশিক্ত চোখে?
কেবা জানতে চায় আক্ষেপ কিসের?
কেবা শুনতে চায় হাহাকার নিঃশব্দের?
শত কষ্টের পাহারায়,
মৃত্যুর আগমনী গুণে এভাবেই দিন যায়।
শত কষ্টের পাহারায়,
শুন্য দু'চোখে ভালোবাসা ভিক চায়।
শত কষ্টের পাহারায়,
আনন্দ লোকে মিছে হাসি হাসে।
শত মিথ্যের নোটবুকে,
"হয়ত একদিন" শব্দ খুঁজে আসে,
শত কান্নার কল্লোলে,
আলোড়িত হাসির প্রতিদ্ধনি বাজে।
শত ছলনার মজলিসে,
কত অবিশ্বাসের বেড়াজালে,
তোমায় খুঁজে যায় এ চোখ।
ভালোবাসি,তবু সে আমার না হোক,
মিথ্যের বালুঝড়ে কেন ঠেলে দিল?
কেন এই মিথ্যে আশ্বাস?
কেন তার দু'মুখী আচরণ?
কেন অযাচিত আঘাতে জর্জরিত আমি?
কেন এই নির্ঘুম রাত, কেন হাহাকার নির্নিমেষ?
ভালোবাসলে যে আঘাত দেয়,
তাকে কি আদৌ প্রয়োজন?