মনভাব ।। মিঠুন রায়



অসহায় হয়া বাঁচি থাকার চেয়া,
প্রতিবাদ করি মরি যাওয়া ভালো।
শোষিত-লাঞ্ছিত হবার থাকি,
মারপিট করি নিজের অধিকার বুঝি নেওয়া অনেক ভালো।
চোখের জল ফ্যালে আর কদ্দিন কাটাবেন!
এংকরি না কাঁন্দি, চখুর জলক আগুন বানাও!
বিনা দোষে মাইর খাবার থাকি,
মাইর দিয়া জেল খাটা ভালো।
ছোটো জাতের বড়লোক হবার থাকি,
গরিব হয়া সম্মানের সঙ্গে বাঁচি থাকা অনেক ভালো।
মানুষ হয়া যদি মানুষের কাথা না শুনি,
তাহলে মানুষ আর পশুর মৈধ্যে কোন পাথক্য নাই।
ভালো মানসি হবার নাগিবে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।