ক্ষণস্থায়ী ।। স্বপন কুমার ধর



দরজায় কড়া নাড়ার শব্দ শুনেই,
অজানা অনুভুতিটা যেন নড়েচড়ে বসল,
বুঝেছিলাম 'ও' এসেছে,
দাঁড়িয়ে আছে দোর গোড়ায়।

দৌড়ে দরজা খুলতেই দেখি,
সূর্যের আলো এসে পা'য়ে উষ্ণ স্পর্শ দিয়ে,
যেন প্রণাম জানালো, কিন্তু......,
চারিদিকে চোখ মেলে তাকিয়ে ও,
দেখা পেলাম না তার, অথচ ....
উষ্ণ-শীতল বাতাসের আলিঙ্গন,
সুবাসিত ফুলের মোহময়ী রূপ,
জানিয়ে দিচ্ছে তার উপস্থিতি,
তবে কী সে খেলছে লুকোচুরি!
না, দীর্ঘায়িত করতে চাইছে প্রতীক্ষার!

আমি আনমনা হয়ে ভেবেই চলি,
স্মৃতিচারণ ও করি, অতীতের ক্ষণ'গুলোর,
এভাবেই দিন কাটে,আর ....
সময় ও এগোয়,ঋতু ও বদলায়,
কিন্তু ভুলতে পারি না তাকে,
আমার প্রিয় 'হেমন্ত'কে, বিজড়িত সুখ-স্মৃতিকে,
প্রতীক্ষায় থাকি ওর আগমনের,
ও যে কেবল আমার'ই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।