অজানা অনুভুতিটা যেন নড়েচড়ে বসল,
বুঝেছিলাম 'ও' এসেছে,
দাঁড়িয়ে আছে দোর গোড়ায়।
দৌড়ে দরজা খুলতেই দেখি,
সূর্যের আলো এসে পা'য়ে উষ্ণ স্পর্শ দিয়ে,
যেন প্রণাম জানালো, কিন্তু......,
চারিদিকে চোখ মেলে তাকিয়ে ও,
দেখা পেলাম না তার, অথচ ....
উষ্ণ-শীতল বাতাসের আলিঙ্গন,
সুবাসিত ফুলের মোহময়ী রূপ,
জানিয়ে দিচ্ছে তার উপস্থিতি,
তবে কী সে খেলছে লুকোচুরি!
না, দীর্ঘায়িত করতে চাইছে প্রতীক্ষার!
আমি আনমনা হয়ে ভেবেই চলি,
স্মৃতিচারণ ও করি, অতীতের ক্ষণ'গুলোর,
এভাবেই দিন কাটে,আর ....
সময় ও এগোয়,ঋতু ও বদলায়,
কিন্তু ভুলতে পারি না তাকে,
আমার প্রিয় 'হেমন্ত'কে, বিজড়িত সুখ-স্মৃতিকে,
প্রতীক্ষায় থাকি ওর আগমনের,
ও যে কেবল আমার'ই।