চোখের পলকে উড়ে যাবে গণ্ডযোগে জন্ম নেওয়া একটি পাখি
হয়তো সাধনা থেকে উঠে দাঁড়াবেন রাগী স্তম্ভিত সাধক কবি;
নির্বাক সবাই দেখে যাবে সংগ্রামের চিহ্ন; বাতাসে সুরের স্বাদ,
দারুণ বাঁধের গিঁট খুলে নিমিষেই বন্যা বয়ে যাবে হৃদ দেশে;
প্রজাপতি গুলো উড়ে যাবে মেঘের ওপারে নিজের নীড়ের খোঁজে
কিন্তু একা থেকে যাব আমি এই নিনাদিতো স্রোতস্বিনী ভালোবেসে;
কৃষ্ণচূড়ার মঞ্জুরি পিষ্ট হবে পথে পথে ডালে বসবে না পাখি
শ্রুতি থেকে বের হয়ে স্মৃতি নাম নিয়ে নীড় হারা অন্তলীন হাসি।