মৃত্যুর কাছে ।। অন্তর চন্দ্র

 

Uploading: 743424 of 1221875 bytes uploaded.


চোখের পলকে উড়ে যাবে গণ্ডযোগে জন্ম নেওয়া একটি পাখি

হয়তো সাধনা থেকে উঠে দাঁড়াবেন রাগী স্তম্ভিত সাধক কবি;

নির্বাক সবাই দেখে যাবে সংগ্রামের চিহ্ন; বাতাসে সুরের স্বাদ,

দারুণ বাঁধের গিঁট খুলে নিমিষেই বন্যা বয়ে যাবে হৃদ দেশে;

প্রজাপতি গুলো উড়ে যাবে মেঘের ওপারে নিজের নীড়ের খোঁজে

কিন্তু একা থেকে যাব আমি এই নিনাদিতো স্রোতস্বিনী ভালোবেসে;

কৃষ্ণচূড়ার মঞ্জুরি পিষ্ট হবে পথে পথে ডালে বসবে না পাখি

শ্রুতি থেকে বের হয়ে স্মৃতি নাম নিয়ে নীড় হারা অন্তলীন হাসি।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post