ঐতিহাসিক ৭ই মার্চ ।। মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল



অগ্নিঝরা ৭ই মার্চ ১৯৭১ খ্রিস্টাব্দ ৷
ঐতিহাসিক রমনা’র রেসকোর্স ময়দানে জনসমুদ্র, এক অবিস্মরণীয় দিন ৷
বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে জালাময়ী ভাষণ ৷
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷"
উত্তাল পূর্ব পাকিস্তান ৷
নির্যাতিত, বঞ্চিত ও শোষিত মানুষ মুক্তির জন্য তীব্রভাবে আন্দোলিত হয় ৷
পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ স্পৃহাকে শাণিত করে ৷
রৌদ্রদগ্ধ চেতনা ও আকাঙ্খাকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে ৷
অধিকার বঞ্চিত বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে৷
বঙ্গবন্ধুর সতর্ক কৌশলে স্বাধীনতার ঘোষণা ও দিকনির্দেশনা ৷
সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নিতে ঐক্যবদ্ধ জাতি।
মুক্তিকামী মানুষের মননে সৃষ্টি হয় দ্রোহের মহাপ্লাবন ৷
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা ও সাহস জাগিয়ে তোলে ৷
দুর্নিবার লড়াই করে বিজয় ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয় গড়ে উঠে ৷
বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠের কালজয়ী ভাষণ বাঙালির রক্তে আগুন লাগিয়ে দেয় ৷
যার পরিণতি— রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ ৷
১৬ই ডিসেম্বর বীর বাঙালি জাতি আত্মত্যাগের বিনিময়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে ৷
পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশ ৷
বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটে এবং রচিত হয় মুক্তি, স্বাধীনতা ও আত্মপরিচয়ের ইতিহাস ৷
যার স্রষ্টা শেখ মুজিবুর রহমান এবং এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ৷
বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্তা ৷
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মহান স্বাধীনতার অনন্য দলিল ৷
অসাধারণ বাগ্মিতা, দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বঙ্গবন্ধু এ ভাষণে বাঙালি জাতির আবেগ-অনুভূতি-স্বপ্ন-আকাঙ্খাকে তুলে ধরেন ৷
১৩টি ভাষায় অনূদিত ভাষণটি পৃথিবীর অন্যতম, উজ্জীবনী, ধ্রুপদী এবং অনুপ্রেরণাদায়ক ৷
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, মানবজাতির অমূল্য সম্পদ এবং এক মহাকাব্য ৷
যুগে যুগে বাঙালি জাতিসহ সকল মুক্তিকামী মানুষকে শক্তি, সাহস, দৃঢ়তা ও অনুপ্রেরণা যোগাবে ৷
এটি সার্বজনীন এবং শাশ্বত ৷
জয় বাংলার জয় ৷৷

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. আমার রচিত "ঐতিহাসিক ৭ই মার্চ" কবিতাটি আজকে বর্ণপ্রপাত বাংলা সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হওয়ায় সম্মানিত সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।