রোজা ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর



রমজানের চাঁদ উঠলে গগন 
বিশ্ব তেপান্তরে, 
ফরজ রোজা হয় শুরু হয়
মুসলিম ঘরে ঘরে।
হিংসে গীবত ঝগড়া ছেড়ে 
বিশ্ব মুসলিম জাতি,
পাক-পবিত্র শরীর নিয়ে
প্রার্থনা রয় মাতি।
বাড়ির ছোট্র শিশু-কিশোর
বড়র সাওম দেখে,
জিদ করে সব করবে রোজা
ভালোবাসা মেখে।
হালাল খেয়ে রোজা করে
কমাও পাপের বোঝা, 
সারা বছর চলার নিয়ম
দ্যায় বলে দ্যায় রোজা।।

ঠিকানাঃ 
গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ। 
C/O : নুরু মুন্সি 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post