বিশ্বজুড়ে রোজা ।। গোলাপ মাহমুদ সৌরভ



নামাজ পড়ো কোরআন পড়ো
রাখো'রে ভাই রোজা,
সিয়াম সাধনায় হালকা হবে 
তোমার গুনাহর বোঝা। 

আজ বিশ্বজুড়ে রোজা এলো 
মুমিন ভাইয়ের ঘরে, 
ভাগ্য মোদের অনেক ভালো 
একটি  বছর  পরে। 

কতো গুনাহ করছো মুমিন 
একটি  বছর  ধরে, 
নামাজ পড়ে চাও যে ক্ষমা
ত্রিশ টি রোজা করে। 

রোজা রেখে কোরআন পড়ো 
মনটা  করো  সাফ,
তওবা করে নামাজ পড়ো 
তবেই পাবে  মাফ। 

যাকাত ফিতরা দিতে হবে 
তৌফিক যদি থাকে, 
হজ্জ,উমরাহ করতে হবে 
তোমার  বাবা-মাকে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post