পথের ধারে আমরা ফুটি
অবহেলায় বেড়ে ওঠি
নাম না জানা ফুল,
প্রকৃতির এমন রত্ন
কেউ করেনি আদর যত্ন
দুলতেছি দোদুল।
সারা শরীর ধুলো মাখা
ফুলের কুড়ি পড়ছে ঢাকা
কেউ দেইনি চোখ,
এক নিমিষে একটুখানি
কেউ করিনি কেউ করিনি
আমার উপভোগ।
পাতা ছিড়ে টানাটানি
আমার গোড়ায় দেইনি পানি
আমরা বুনো ভাট,
ঋতুর রাণী আসলে দেশে
আমরা জাগি হেসে হেসে
ফোটাই ফুলের হাট।
মুহাম্মদ ইব্রাহিম বাহারী
সহকারি শিক্ষক
বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়
কালিগঞ্জ, সাতক্ষীরা।