নববর্ষে প্রার্থনা ।। মো. শরিফুল ইসলাম

 




নববর্ষ এলো ফিরে
বছর ঘুরে,
নব বর্ষের জনপ্রিয়
বিশ্ব জুড়ে।

নতুন বছর নতুন সূর্য
করি বরণ,
ভবিষ্যতে ভালো কিছু
রাখি স্মরণ।

প্রতিটি ভোর আসে ফিরে
নতুন করে,
কাজের মাঝে সফলতা
রাখি ধরে।

হে দয়াময় সবার প্রতি
সহায় থেকো,
দুর্গম গিরি মোদের জন্য
সহজ রেখো।

সারা জীবন বলতে পারি
সত্য কথা,
ভুলে যেতে পারি যেন
সকল ব্যথা।

ঠিকানাঃ টাঙ্গাইল সদর টাঙ্গাইল।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post