আমি কি গো ঐ পাড়ার ।। মো. তৌহিদ বিন সুলতান

 



এই যে বুড়ি,
তাকাচ্ছো কেন মুখ ঘুরি।
ঘাপটি মেরে ধরেছ কেন জেদ, 
বল রে বুড়ি কিসের এত খেদ?

আয় কোলে আয় আয় রে,
দিব কিনে রেশমি চুড়ি তোরে।
এক পাতা টিপ আর কাকড়া মাথার,
আঁই ভ্রূ, লিপস্টিক, খোঁপার রাবার....

আর বল নিবি কি? তবুও বুড়ি একটু হাস--
' যাও, তোমার যত মিথ্যে কথার ফোসফাস। 
ফোন করে তো কথা কও না আমার সাথে,
তাই তো আড়ি! আগিও না.... যাও তফাতে।'

এই দেখ রে ধরলাম কানে, করব ফোন
তোর সাথে।তবুও একটু খানি শোন....
' ইস্! দিলে ফোন, কর আশা আশা,
আমি কি গো ঐ পাড়ার--সাগরে ভাসা?

কথা কইতে পারি শর্ত এক,
চকলেট দিতে হবে অনেক,
আইসক্রিম আর চিপস সাথে,
মুখে বললে হবে না। দাও হাতে।

 নইলে, যাও দিলাম আড়ি,
আর যাব না তোমার বাড়ি।
আমাকে ভালোবাসে না, সে কেবা!'
"তুই তো আমাদের বোন, সেবা......!"

 মো. তৌহিদ বিন সুলতান
ব্যাপারী বাজার, চিলমারী।
৯ই মার্চ, ২০২১।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।