জগতের সব সৃষ্টির দিকে তাকিয়ে ভাবি,
অপার সৌন্দর্য ফুল,পাখি আর প্রেয়সীর আখি।
সবি সুন্দর, কতো সুন্দরতর ভাবলেশহীন রাতি।
সূর্যালোকহীন প্রান্তর সম যাহার হৃদয় ভাতী,
তারে বলিবে কি'বা দৃষ্টি হারা কলব যাহার আজি,
প্রত্যাখ্যাত তবে থাক না তারা যেমন অস্তমিত রবি।
আলাপ তোমার সনেই বন্ধু!
আজিকার এ গল্প-কাব্য নহে, শুধু উদ্দেশ্যহীন প্রলাপ।
যারে দেখেছি হিয়ার তারায় রটিয়া গেছে কাব্যালাপে।
তার থেকে অসীম সুন্দর সেই সব রুপ যা আছে এ আলাপে।
আমি জগৎ ছেড়েছি,প্রাঙ্গণ ছেড়েছি,কালের কুঞ্জতল।
পেয়েছি যারে গভীর সে প্রেম আয়তন হেথা অনন্ত অতল।
একদিকে সাত-তবক জমিন ও আসমান,
দিকে দিকে বাড়ে বহুগুন।
আরশে কুরসিতে,মুনতাহা আর লওহে মাহফুজে
একক প্রভুর প্রেম রয়েছে বহমান।
সেইতো সুখ,সেইতো শান্তি,অবসান ঘটে যুগেরও ক্লান্তি।
খুলে দেখ তব হৃদয়ও জানালা জগতের সব ঘুচিবে শ্রান্তি
নশ্বর চোখ, নশ্বর দৃষ্টি, তুচ্ছ হবে আজি প্রভুর প্রেমালোকে।