প্রেমালোক || ফকির মোহাম্মদ




জগতের সব সৃষ্টির দিকে তাকিয়ে ভাবি,
অপার সৌন্দর্য ফুল,পাখি আর প্রেয়সীর আখি।
সবি সুন্দর, কতো সুন্দরতর ভাবলেশহীন রাতি।

সূর্যালোকহীন প্রান্তর সম যাহার হৃদয় ভাতী,
তারে বলিবে কি'বা দৃষ্টি হারা কলব যাহার আজি,
প্রত্যাখ্যাত তবে থাক না তারা যেমন অস্তমিত রবি।

আলাপ তোমার সনেই বন্ধু!
আজিকার এ গল্প-কাব্য নহে, শুধু উদ্দেশ্যহীন প্রলাপ।
যারে দেখেছি হিয়ার তারায় রটিয়া গেছে কাব্যালাপে।
তার থেকে অসীম সুন্দর সেই সব রুপ যা আছে এ আলাপে।

আমি জগৎ ছেড়েছি,প্রাঙ্গণ ছেড়েছি,কালের কুঞ্জতল।
পেয়েছি যারে গভীর সে প্রেম আয়তন হেথা অনন্ত অতল।

একদিকে সাত-তবক জমিন ও আসমান,
দিকে দিকে বাড়ে বহুগুন।
আরশে কুরসিতে,মুনতাহা আর লওহে মাহফুজে
একক প্রভুর প্রেম রয়েছে বহমান।

সেইতো সুখ,সেইতো শান্তি,অবসান ঘটে যুগেরও ক্লান্তি। 
খুলে দেখ তব হৃদয়ও জানালা জগতের সব ঘুচিবে শ্রান্তি 
নশ্বর চোখ, নশ্বর দৃষ্টি, তুচ্ছ হবে আজি প্রভুর প্রেমালোকে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।