হেমন্তের আগমনে কৃষকের ভরে ঘর,
কৃষকের কুঁচকে যাওয়া গাল
আরো কুঁচকে যায় চওড়া হাসিতে।
এক স্বচ্ছ সচ্ছল ভবিষ্যৎ হাত নাড়ে।
ক্লান্ত পরিশ্রান্ত শরীর, মনে -
দেয় শান্তির পরশ, মৃদু হাওয়া।
সোনার বাংলা যায় সোনা রং ছেয়ে।
এ দৃশ্য অপরুপ, মনোহর
যেন এক অভূতপূর্ব স্বর্গের ছোঁয়া।
নাতিশীতোষ্ণ হেমন্ত -
কী সুন্দর, কী শান্ত!
কী শুভ্র, কী শ্যামল...!
সঞ্জিব কুমার রায়
রাজারহাট, কুড়িগ্রাম।