হেমন্তের আগমন ।। সঞ্জিব কুমার রায়


হেমন্তের আগমনে কৃষকের ভরে ঘর,
কৃষকের কুঁচকে যাওয়া গাল
আরো কুঁচকে যায় চওড়া হাসিতে।

এক স্বচ্ছ সচ্ছল ভবিষ্যৎ হাত নাড়ে।
ক্লান্ত পরিশ্রান্ত শরীর, মনে -
দেয়  শান্তির পরশ, মৃদু হাওয়া।

সোনার বাংলা যায় সোনা রং ছেয়ে।
এ দৃশ্য  অপরুপ, মনোহর
যেন এক অভূতপূর্ব স্বর্গের ছোঁয়া।

নাতিশীতোষ্ণ হেমন্ত -
কী সুন্দর, কী শান্ত!
কী শুভ্র, কী শ্যামল...!


সঞ্জিব কুমার রায়
রাজারহাট, কুড়িগ্রাম। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।