শতদল ।। সুব্রত চক্রবর্ত্তী


ফুলেদের পরশ পাই যখন
মনে হয় আমি যেনো,ওদের মতন
অবুঝের দলে আমি লিখিয়েছি নাম
শিশুদের ফুল বলে,মনে রেখো সবাই।

অসময়ে ভাববার সময় কোথায়
খেলা ছাড়া এ দুনিয়ায়
আর কিছু নাই---
ওদের হাসিটা সবসময় ফোঁটা শতদল।

চিন্তা ভাবনা নেই,একটাই জগৎ
সেখানে ওঁরাই রাজা,রাজত্ব ওদের
খিদে পেলে নেই হুঁশ,ঘুম পেলে,ঘুম
খাওয়ার দেখলেই চটে যায় মেজাজ।

লেখাপড়া,আঁকাঝোঁকা,পুরোটাই ঝুঁকি
স্লেট পেনসিলে করে আঁকিবুঁকি
পড়ালেখার কথা শুনলেই,মনে লাগে ভয়
বিদ্যালয়ের নাম শুনলেই,নিদ্রা দিতে যায়।

কোন জটিলতা নেই ওদের ভিতর 
ওঁরা আসলে সকলে,প্রত্যেকেই ঈশ্বরের দূত
ধর্ম,জাত সৃষ্টি সবটাই মানুষের
শিশু দিবসে জানাই,ওদের,ভালোবাসা আমার।


দমদম জংশন কলকাতা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।