ফুলেদের পরশ পাই যখন
মনে হয় আমি যেনো,ওদের মতন
অবুঝের দলে আমি লিখিয়েছি নাম
শিশুদের ফুল বলে,মনে রেখো সবাই।
অসময়ে ভাববার সময় কোথায়
খেলা ছাড়া এ দুনিয়ায়
আর কিছু নাই---
ওদের হাসিটা সবসময় ফোঁটা শতদল।
চিন্তা ভাবনা নেই,একটাই জগৎ
সেখানে ওঁরাই রাজা,রাজত্ব ওদের
খিদে পেলে নেই হুঁশ,ঘুম পেলে,ঘুম
খাওয়ার দেখলেই চটে যায় মেজাজ।
লেখাপড়া,আঁকাঝোঁকা,পুরোটাই ঝুঁকি
স্লেট পেনসিলে করে আঁকিবুঁকি
পড়ালেখার কথা শুনলেই,মনে লাগে ভয়
বিদ্যালয়ের নাম শুনলেই,নিদ্রা দিতে যায়।
কোন জটিলতা নেই ওদের ভিতর
ওঁরা আসলে সকলে,প্রত্যেকেই ঈশ্বরের দূত
ধর্ম,জাত সৃষ্টি সবটাই মানুষের
শিশু দিবসে জানাই,ওদের,ভালোবাসা আমার।
দমদম জংশন কলকাতা।