যুদ্ধ নয় শান্তি ।। মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু

 


যুদ্ধ মানে ধ্বংসের খেলা শুধুই সর্বনাশ 
যুদ্ধ মানে বিয়োগ ব্যথা শুধুই দীর্ঘশ্বাস। 

যুদ্ধ ছড়ায় অশান্তি আর বাড়ায় ভোগান্তি 
যুদ্ধের পথ ছেড়ে সবাই বিলাও না শান্তি। 

যুদ্ধ চাই না মৃত্যু চাই না চাই না রক্তপাত
মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ মাখলুকাত।

শ্রেষ্ঠ প্রাণীর বিবেকটা আজ নড়েচড়ে উঠুক 
হিংসা ভুলে ভালোবাসার পুষ্পকলি ফুটুক।

যুদ্ধ চাই না কান্না চাই না চাই সকলের হাসি
শান্তি পেতে এক দাবিতে সরব বিশ্ববাসী। 

যুদ্ধ চাই না, শান্তি যে চাই, এক দাবি এক সুর
শিশুর যোগ্য আবাস পেতে জঞ্জাল করি দূর।

কবি: সহঃ অধ্যাপক, মহাস্থান মাহীসওয়ার 
ডিগ্রি কলেজ, বগুড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post