ত্রিশ লক্ষ ফুল ।। আউয়াল আনোয়ার



সংগ্রাম নিরন্তর জানি
ক্লান্ত নয় কভু মন,
আনন্দ অপার জন্মভূমি 
মুক্তিযুদ্ধ মহাজন।
মানুষই  শ্রেষ্ঠ
প্রেম অথবা মৃত্যু জয়ধ্বনি, 
যুদ্ধে যুদ্ধে জন্ম নেয়া 
বারূদ গন্ধধ্বনি।
উত্তাল সমুদ্র পাড়ি দেয়া
ত্রিশলক্ষ ফুল, 
গৌরবে গৌরবে গণকবর
চিনে নিতে হয়নি ভুল।
সেই বুনোচর অস্ত্র গুলি
কেঁপে কেঁপে ওঠা মাঠ ঘাট,
নদী সাঁতরিয়ে তীরের সন্ধান 
শহর বন্দর হাট।
বাংলা মায়ের দামাল ছেলেরা
মুষ্টিবদ্ধ হাত,
বীর বাঙালি অস্ত্র হাতে
শত্রুরা কুপোকাত।
ডিসেম্বরের বিজয়ানন্দ
প্রিয় স্বদেশভূমি,
একবার নয় জনম জনম
তোমার কপোল চুমি।


আউয়াল আনোয়ার 
সহকারি অধ্যাপক 
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ 
গোয়ালন্দ, রাজবাড়ী। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post