গর্জে উঠেছে ক্ষ্যাপা বাঙালি
ইতিহাসে লেখা হবে তাদের বীরত্ব গাথা।
বিজয়ের লেখচিত্র আঁকবো বলে
বহুদিন প্রতীক্ষায় থেকেছি
থেকেছি সাতচল্লিশ থেকে একাত্তর অবধি।
রুদ্ধশ্বাস প্রতীক্ষার বুঝি হলো অবসান
অবশেষে আঁকা হলো লেখ, রক্তাক্ত
ক্যানভাসে। লাল রক্তে রঞ্জিত শেড।
সাতটি স্তম্ভ লেখে দাঁড়িয়ে সাত বীরশ্রেষ্ঠ।
ভূমি বরাবর এক্স অক্ষে সজ্জিত বিন্দুর মতো
শায়িত আছে ত্রিশ লক্ষ শহিদ
সম্ভ্রম হারা দুই কোটি মা-বোন
আছে অজস্র বিন্দু হয়ে।
ভূমি থেকে উঁচু আকাশ--উলম্ব রেখা
ওয়াই অক্ষ জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে
লাল-সবুজে শোভিত বিজয় নিশান--
স্বপ্নিল পতাকার লেখচিত্র।
কবি: সহঃ অধ্যাপক, মহাস্থান মাহীসওয়ার
ডিগ্রি কলেজ, বগুড়া।