যাচ্ছি মা গো দূর দেশান্তরে, কর্ম জোগাড় করে,
আনবো শাড়ি, গড়ব বাড়ী, তোমার হাসির তরে।
দুঃখ ভুলিয়ে, ছুটবো আমি, দাও প্রার্থনা করে,
পূরণ করে দিব মা গো অর্থ - কড়ি , তোমার আঁচল ভরে।
মায়ের পায়ের ছায়ায় আমার স্নাত দেহ বাহুবল,
প্রতি রাতে মায়ের তরে, চোখ ভিজে গড়িয়ে পড়ে জল।
নিরধন আমায় করেছে মায়ের স্নেহ হারা!
মা বলেছে, সত্য কর্ম করে বুক ফুলিয়ে দাঁড়া।
চাই না আমি দালান কোঠা, মায়ের পরশ চাই,
মায়ের মতো এ-তো ভালো বাসবে না কেউ ভাই।
মা যে আমার করেছে ছোট্ট একটা দাবি,
দুঃখের জীবন পাড়ি দিতে সত্য পথে যাবি।
ঘুমের ঘোরে মা আমারে খোকা বলে ডাকে,
আমি তবু দূরে রইলাম স্বপ্নে দেখি মা কে।
আর কটা দিন সবুর করি ফেরবো আপন গাঁয়ে,
ঘুম পাড়িয়ে দিবে স্নাত পরশে আমার দুঃখি মায়ে।
শিক্ষার্থী,
ব্যবসায় ব্যবস্থাপনা,বিভাগ
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম