আমার সূর্যস্নান দেখবে বলে
কত অযুত রাত্রি
জ্যোৎস্না মেখে কাটিয়েছো কবি !
কত অগুনতি বর্ষায়, মেঘেরা ফিরে গেছে,
তোমার চিলেকোঠার চাতাল ধরে,
শুধু আমি ভিজিনি বলে !
অলক রাতের পদ্মনাভি থেকে গড়িয়ে পড়া
মৌন শব্দেরা কামুক ভিখিরির মতো
আকুল হয়েছে আমার সম্মোহনের অপেক্ষায়,,,
প্রিয় কবিতার ঈশ্বর, এসো আজ তবে
আরো একবার, শুষে নাও
দুঠোঁটের যাপিত বেদন,
আমার শুচিতার সংসারে আমিই এখন অশুচি
সূর্যস্নান এখন আমার বড় বেশি প্রয়োজন।
শুধু আমি ভিজিনি বলে !
অলক রাতের পদ্মনাভি থেকে গড়িয়ে পড়া
মৌন শব্দেরা কামুক ভিখিরির মতো
আকুল হয়েছে আমার সম্মোহনের অপেক্ষায়,,,
প্রিয় কবিতার ঈশ্বর, এসো আজ তবে
আরো একবার, শুষে নাও
দুঠোঁটের যাপিত বেদন,
আমার শুচিতার সংসারে আমিই এখন অশুচি
সূর্যস্নান এখন আমার বড় বেশি প্রয়োজন।
সুবর্ণা দাশ মুনমুন। জন্মগ্রহণ করেছেন ২১শে ডিসেম্বর,সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে।
বাবা বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ ও মা রুমা দত্ত। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম থেকে।পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২০০৯ সাল থেকে।
২০০১ সালে চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক আজাদীতে লিখেই তার লেখক সত্তার আত্মপ্রকাশ।
দৈনিক আজাদীতে "জাগো নারী জাগো"র ১৩ টি ধারাবাহিক প্রবন্ধসহ প্রকাশিত হয়েছে তাঁর আরও অনেক প্রবন্ধ,গল্প এবং কবিতা।দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিকসহ স্বনামধন্য ম্যাগাজিনগগুলোতেও লিখছেন তিনি নিয়মিত।
এর মধ্যে প্রকাশিত হয়েছে তার দুটি কিশোরকবিতার বই
পাখির ডানায় মন (২০২২ ইং)
এবং হাওয়া গান ঝিরঝির (২০২৩ইং)
প্রথম বই "পাখির ডানায় মন"এর জন্য পেয়েছেন "স্বকাল শিশু সাহিত্য পুরস্কার ২০২২"