বাংলার ঘরে ঘরে উড়ছে বিজয় নিশান
একটি পতাকা,
মহান মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে
একটি চিত্র আঁকা।
একটি পতাকা বলে দেশের মুক্তি
স্বাধীনতার কথা,
যার মাঝে লুকিয়ে থাকে মুক্তিযোদ্ধাদের
না বলা ব্যথা।
নয় মাস যুদ্ধ করে স্বাধীনতার ফুলটি
আনলো ঘরে,
গর্বে তাই শহিদের জন্য দোয়া রইলো
প্রাণটি ভরে।
বাংলা আজ স্বাধীন হলো তাতো
শহিদের অবদান,
তারাই দেশের গৌরব সবার প্রিয়
গর্বিত সন্তান।
পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলা আজ
পেলো মুক্তি,
দেশের টানে স্বাধীনতা আনতে বীর শহিদরা
পেলো শক্তি।
কখনও শোধ হবে না মহান বীরদের
রক্তের দাম,
বিশ্বের মানচিত্রে লিখলো যারা
বাংলাদেশের নাম।
ফেরদৌসী খানম রীনা
১৪/১২/২০২৩
ঢাকা, বাংলাদেশ।