উদ্ধে আমার লাল সবুজের শির ।। মুহাম্মদ ইব্রাহিম বাহারী



ফাগুন ফাগুন আগুন ঝরা দিন
শিমুল পলাশ  রক্তবরণ ডাল,
দক্ষিন বায়ু বাজায় পাতার বীন;
এখন কেবল বাতাস বাতাস কাল।

আকাশ তলে তপ্ত রোদের খেল
বাগান মাতায় রূপসী ভাটের ফুল,
উদোম কাটে দুরন্ত বিকেল;
বাতাস বাতাস বসন্ত দো-দুল!

আমের বনে গুন-গুনানী গান
উতাল করে কোকিল গানের সুর,
সবুজ পাতার হচ্ছে যে উত্থান;
অতীত পালায় দিগন্তে সুদূর।

মাঠের সাথে গল্প করে মাঠ
উদ্ধে আমার লাল সবুজের শির,
স্বাধীনতার বীরগাথা সেই পাঠ;
বিশ্ব জানলো বাঙালীরা বীর।

মোহাম্মদ নগর, শ্যামনগর, সাতক্ষীরা

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।