হেমন্তের সূর্যটা ছিলো-
ভিষণ রকমের রক্তিম।
এ যেনো স্বাধীনতার
প্রসববেদনা!
একাত্তরের ষোল তারিখ
বীজয়ের আলোয় জন্মহলো
স্বাধীন বাংলাদেশের।
ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত এদেশ
শত শত বুদ্ধিজীবীর প্রাণের বিনিময়ে
শত্রু মুক্ত হয়ছিল আমার মাতৃভূমি।
স্বাধীনতা সহজলভ্য ছিলোনা কোনকালে
অনেক কাঠখড় পোড়াতে হয়!
স্বাধীনতা অর্জনে।
স্বাধীনতা রক্ষা করা -
অর্জনের চাইতেও ঢেরবেশি কঠিন।
দুদিন পরেই বর্ণিল সাজে
সজ্জিত হবে সারাদেশ।
বীজয়ের আলোয় আলোকিত হোক
নতুন প্রজন্মের মনন !
সুন্দর হোক আগামীর পথচলা।