অধিকার
কেউ এক ইঞ্চিও ছাড়ে নি
শশুর বাড়ি , বাপের বাড়ি, না কর্মস্থলে
গোলাপ ফুলের কাঁটা যেন মনকে
বিষিয়ে দিয়েছে সবার বিরুদ্ধে
নাটকীয়তা আমার একদমই পছন্দ না
রং তামাশা দেখলে আমার গা জ্বলে।
পিকু মেয়েটা একদমই ভালো না ।
একটা ঢঙ্গি মেয়ে
তবু মনে হয় -
তার হাসিতে যেন
গোলাপ ফোঁটে
মেঘেরা নাচে
নদীতে চর ভেসে ওঠে।
মদনের বাঁশির সুর শুনলে
পাখিরাও ঝাঁক বেঁধে আসে
আহ, কী বিস্ময়!
আমি শুধু মুগ্ধ দৃষ্টিতেই তাকিয়ে থাকি ।
আর আমাদের রহিম চাচা তো
মস্ত বড় কবি
অন্যায় দেখিলে তারে থামানো যায় না
জীবনের ঝুঁকি নিয়ে
অন্যায়ের বিরুদ্ধে
অবিরাম ছুটে চলে তার।
লতিফ মিঞার কথা তো বলাই দুষ্কর।
কবিরাজ তিনি
কি যে অং - তিরিং -বিরিং মন্ত্র কয়
ঝার ফুঁ দেয়
ঝাটা পিটে করে
জ্বীনের বাদশা পর্যন্ত দৌড়ে পালায়
জ্বীন -পরির সাথে আবার
ফিস ফিস করে কথাও কয়
যদিও মন্ত্রের অর্থ বুঝি না,
তবুও এসব শুনতে বেশ ভালোই লাগে আমার
উনি যখন মন্ত্র বলে
হাঁ করে তাকিয়েই রই তার দিকে।
শশুর বাড়ি , বাপের বাড়ি, না কর্মস্থলে
গোলাপ ফুলের কাঁটা যেন মনকে
বিষিয়ে দিয়েছে সবার বিরুদ্ধে
নাটকীয়তা আমার একদমই পছন্দ না
রং তামাশা দেখলে আমার গা জ্বলে।
পিকু মেয়েটা একদমই ভালো না ।
একটা ঢঙ্গি মেয়ে
তবু মনে হয় -
তার হাসিতে যেন
গোলাপ ফোঁটে
মেঘেরা নাচে
নদীতে চর ভেসে ওঠে।
মদনের বাঁশির সুর শুনলে
পাখিরাও ঝাঁক বেঁধে আসে
আহ, কী বিস্ময়!
আমি শুধু মুগ্ধ দৃষ্টিতেই তাকিয়ে থাকি ।
আর আমাদের রহিম চাচা তো
মস্ত বড় কবি
অন্যায় দেখিলে তারে থামানো যায় না
জীবনের ঝুঁকি নিয়ে
অন্যায়ের বিরুদ্ধে
অবিরাম ছুটে চলে তার।
লতিফ মিঞার কথা তো বলাই দুষ্কর।
কবিরাজ তিনি
কি যে অং - তিরিং -বিরিং মন্ত্র কয়
ঝার ফুঁ দেয়
ঝাটা পিটে করে
জ্বীনের বাদশা পর্যন্ত দৌড়ে পালায়
জ্বীন -পরির সাথে আবার
ফিস ফিস করে কথাও কয়
যদিও মন্ত্রের অর্থ বুঝি না,
তবুও এসব শুনতে বেশ ভালোই লাগে আমার
উনি যখন মন্ত্র বলে
হাঁ করে তাকিয়েই রই তার দিকে।