আলো আধাঁরের আমারে ।। সৈয়দ সময়




পাখিদের মিছিলে পথিক হাঁটে 
হাঁটতে থাকি ডানাহীন কানা পাখি 
হাঁটা উড়া হুমকির মুখে ফুটেছিলো
আঁধারের রূপ । 

পাখিগুলো বিলুপ্ত ডাইনোসরের মতোন 
বিরল প্রজাতি ! 

বৃক্ষের অসার ডাল লন্ডভন্ড করে ঘর 
ক্ষুদ্র বাতাসে 
ভাবি পাখি হয়ে উড়বো আকাশে বাতাসে 
শূন্যে যখোন 
মিছিলের শ্লোগানও বিলীন হয়ে যায়  । 


১৫ ডিসেম্বর ২০২২ ইং
কুড়পাড় , নেত্রকোনা । 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post