রক্তঋণ ।। মনোজিৎ কুমার দাস



(একাত্তরের শহীদ গৌরচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে) 
বন্ধু আমার! ক্ষমা করো,তোমার রক্তঋণ শোধ করতে পারলাম না।
পাকবাহিনীর বুলেট তোমার বুকটাকে ছিন্নভিন্ন করে
রক্তে ভিজে গিয়েছিল চুড়ামনকাটির ভৈরব নদের পাড়ের সবুজ ঘাস ;আজও সাক্ষ্য দেয় সেদিনের তোমার রক্তস্নানকে।
কিন্ত আমরা তোমাকে মনে রাখিনি,ভেবে দেখিনি তিরিশ লক্ষ শহীদের মধ্যে তুমিও একজন। 
চুড়ামনকাটির মাটিতে এখনো তোমার রক্তের বিন্দু বিন্দু দাগ লেগে আছে,কিন্তু কোথাও নেই তোমার নামে কোন স্মৃতিফলক!আমরা তোমাদের রক্তের দাম দিতে জানি না।
বন্ধু আমার! এখন এখানে কেউ তোমাকে চেনে না,দুর্দিনে তুমি আমার অন্ন ও আশ্রয়দাতাও ছিলে বটে, কী অকৃতজ্ঞ আমি!
বন্ধু আমার! তুমি এমএম কলেজের শিক্ষার্থী হয়েও বাগডাঙ্গার তথাকথিত অচ্ছুত মানুষগুলো একদিন চিনতো তোমাকে তাদের আপনজন বলে,
তুমি তাদেরকে বিনামূল্যে রোগব্যাধিতে ওষুধ বিতরণ করতে, আজ ওরাও আমারই মত তোমাকে ভুলে গেছে।
বন্ধু আমার! ক্ষমা করো।
অনুতাপের দগ্ধ প্রাণের দু 'ফোঁটা অশ্রু বিন্দু শুধুই রইলো তোমার স্মৃতির উদ্দেশ্যে।

মনোজিৎকুমার দাস , কবি ও কথাসাহিত্যিক। 
লাঙ্গলবাঁধ, মাগুরা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।