মুক্ত গগনতলে স্বাধীনতার পরম সুখ - সমৃদ্ধি ভালোবাসা সাম্য বিস্তৃত ভূমি,
উল্লাস উৎকর্ষ ঈপ্সা পূরণ হয়েছে জননীর
কাঙ্ক্ষিত স্বর্গ স্বাধীন বাংলাদেশ।
পল্লী থেকে শহর নগর
পাতিলে জমে থাকা দুধের শর
বেলকনিতে দাঁড়িয়ে দেখছি - পুবের লাল রবি
আরো টকটকে কৃষ্ণচূড়ার মতো লাল হয়ে
আজ আলোকিত বাংলাদেশ।
বিশুদ্ধ এ মাটি
পরাজয় থেকে বিজয় উল্লাসে মুখরিত সমগ্র বাংলা
কচি কাঁচা শিশুর হাতেও লাল সবুজ এর পতাকা
আনন্দ অশ্রু তে ভাসছে বাংলাদেশ।