বিজয় মানে বাংলার তরে
বিলায় শত রক্ত,
বিজয় মানে দেশের জন্য
হয় মুক্তি যুদ্ধ।
বিজয় মানে রক্তিম সূর্য্যি
একটু খানি হাসি,
বিজয় মানে জীবন দিয়ে
দেশকে ভালোবাসি।
বিজয় মানে খোকার পথে
বসে থাকা মুখ
বিজয় মানে কষ্টের পরেও
অন্য রকম সুখ।
বিজয় মানে যুদ্ধ জয়ের
একটু খানি রেশ
বিজয় মানে রক্তে রাঙা
লাল সবুজের দেশ।