শরতের খেলা ।। রবিউল ইসলাম

 


শরতের কাশফুল শুভ্র বরণ,

চুম দেয় অবনীকে হেলে পরা বন।

সচ্ছ ও নীলাকাশ শান্ত বিকাল, 

লালিমায় পেয়ে যাই মিষ্ট সকাল। 

আকাশের বুকে ভাসে মেঘের ভেলা,

শিশির সিক্ত ঘাসে শেফালির মেলা।

নদী পাড়ে বালুচরে মৃদু সমীরণ, 

ঝির-ঝির বয়ে যায় জুড়ায় এ মন।

নীলিমায় ভেসে যায় বকের সারি,

কোন অজানার পানে দিচ্ছে পারি?

সদ্য স্নাত যেন সবুজ এ বন,

স্রষ্টার অপরূপ সৃষ্টি ভুবন। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post