ঐতিহাসিক বিজয় দিবস
এক স্বাধীনতার উৎসব,
পাক শাসন-শোষণের শৃঙ্খলমুক্ত,
এক নব বাংলাদেশের উদ্ভব।
ভারতের মিত্র শক্তির
অনবদ্য জয়েরই উৎযাপন,
সহস্র বীর শহীদদের
বীর গাথার শ্রদ্ধায় স্মরণ।
১৬ই ডিসেম্বরের সেই মৌ সাক্ষর,
স্বাধীন সূর্যোদয়ের ভোরে।
স্বর্ণাক্ষরে লেখা সে ইতিহাস,
বাঙালি জাতি স্মরণ করে গর্ব ভরে।
কত শত প্রাণ দিয়েছিল বলিদান
আপন মাতৃভাষার স্বাভিমান রক্ষায়,
তাই তো এই বিজয় দিবস,
চির স্মরণীয়, চির বরণীয়, অম্লান, অক্ষয়।