মাঝে মাঝেই ভয় চেপে বসে মনে।
নিন্দুকদের ভয়, কুৎসা রটানোর ভয়,
ভয় স্বজন হারানোর, সমাজের রক্তচক্ষুর ভয়,
ভয়ে ভয়ে রাত কাটে নির্ঘুম!
ঘামতে থাকি ভাবতে থাকি,
ভাবতে ভাবতে ফিরে যাই
ফেলে আসা আরো ভয়ার্ত রাতের সরণিতে!
চোয়াল শক্ত হয়ে গেছে ,
ভয় যা ছিলো কেটে যেতে থাকে,
একবুক তাজা শ্বাস নিই -
আপনমনে বলেছি, 'সংকোচের বিহ্বলতা নিজের অপমান।'
বিষ্ণু চক্রবর্তী।
করিমগঞ্জ, আসাম, ভারত।