বর্ণ ধারক হবে বীর,
শুধুই প্রভু তরে নত শির।
কোমল থেকে চলো সত্য পথে,
দানবের নিপাত, বর্ণের পরিবর্তন বটে ।
সত্য হিয়া, গর্দানে টানি বর্ণের ঘানি।
মোমের আলোয় স্বৈরাচারের কুলখানি।
কোমল থেকে রণনীতি শিখে করো পুঁজি,
ও হে বীর উত্তম নীতি মোদের রুজি ।
কোমল থেকে গড়ে তোলো শির, বাহুবল,
তোমার ছায়ায় আহ্বান, মিলিবে তরু ছায়াতল।
ও হে বীর , জোনাকি ছোট্ট প্রাণি,
হাজারো জোনাকি সাজিয়েছে স্নাত রজনী।
বিদ্বান, নিপুন অর্জিত যে জন করে,
দাবানল নিভিয়ে নিজ হস্তে নব বর্ণ গড়ে।
দাসত্ব থেকে মুক্তি পেতে চাই,
বিদ্বান, বাহুবল শক্ত করো তাই।