শ্রাবণ কিংবা চৈত্র ।। জরীফ উদ্দীন

 


শ্রাবণ


পাখির ডানায় লিখে দেই সমস্ত বেদনা
নীল আসমানে উড়ে যাক দুঃখগুলো

মেঘদের পূর্বজন্মের কাহিনী পানিচক্রে বন্দি
তবুও কেউ কেউ মেঘ হতে চায়
ঝড়তে চায় শ্রাবণের সন্ধ্যায়

এবার শ্রাবণ গ্যাছে বৃষ্টিহীন।

চৈত্র


চৈত্র! একবার হাঁটতে হাঁটতে আইসো বনের দিকে। গ্রামে গেলেও হবে। সেখানে বসন্ত এসেছে। সুমধুর সুরে কুকিল ডাকে। আহ! পরান জুড়ে যায়। কুকিল কিন্তু সুখে নয় বিরহে সুর তোলে। জানো, বিরহ বার্তা যে কখনো কখনো মধুর হয়; কুকিল না থাকলে কোনদিনই বুঝতাম না।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post