নবযুগের তোরণদ্বারে ।। সৌপর্ণ মাছুম




চৈতী দিনের শেষের হাওয়া লাগলো এ প্রাণে
বৈশাখী সুরশিখা তুমি আনলে নবগানে ৷।

জ্বালাও প্রাণে প্রণয়শিখা
দূর হয়ে যাক কুহেলিকা
যায় ভেসে যাক বিষাদস্মৃতি আগমনী বানে ॥

নবযুগের তোরণদ্বারে এসে দিলে ডাক
বরণ করতে নতুনেরে এসেছে বৈশাখ

চির নতুন চির তরুণ
আনলে তুমি প্রভাতঅরুণ
জীবনকূলে আসুক জোয়ার শশীর প্রণয়টানে ৷।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post