চৈতী দিনের শেষের হাওয়া লাগলো এ প্রাণে
বৈশাখী সুরশিখা তুমি আনলে নবগানে ৷।
জ্বালাও প্রাণে প্রণয়শিখা
দূর হয়ে যাক কুহেলিকা
যায় ভেসে যাক বিষাদস্মৃতি আগমনী বানে ॥
নবযুগের তোরণদ্বারে এসে দিলে ডাক
বরণ করতে নতুনেরে এসেছে বৈশাখ
চির নতুন চির তরুণ
আনলে তুমি প্রভাতঅরুণ
জীবনকূলে আসুক জোয়ার শশীর প্রণয়টানে ৷।