Homeইমরান খান রাজ চাঁদ উঠেছে ।। ইমরান খান রাজ April 05, 2024 0 আকাশ পানে চাঁদ উঠেছে ঝিলিমিলি হাসিতে রোজা শেষে ঈদ এসেছে খোকাখুকুর খুশিতে। নতুন জামা, নতুন টুপি বাহারি সব খাবার ঈদের নামাজ শেষ করেই সব করেছে সাবাড়। ধনী-গরীব নাই ভেদাভেদ আমার সোনার দেশে ঈদের খুশি ভাগাভাগি করি সবাই মিলেমিশে। হালিচা: ইমরান খান রাজ ঈদ সংখ্যা ২০২৪ এপ্রিল ২০২৪ ছড়া-কবিতা নববর্ষ ১৪৩১ Facebook Twitter