আমি তো এসেছি বদর থেকে উহুদ হয়ে,নীল নদ আর আরব সাগর পেরিয়ে।
ঘুরে এসেছি মারাক্কেশ থেকে ত্রিপলি হয়ে,
প্রাচীন পিরামিড থেকে কায়রোর পথে পথে।
আমি এসেছি কারবালার ইউফ্রেটিস,টাইগ্রিস সাঁতরে
প্রাচীন দামেস্ক নগরী থেকে বাগদাদে।
আমি এসেছি উমাইয়া থেকে আব্বাসীয় খেলাফত হয়ে অটোম্যান সম্রাজ্য থেকে আয়া সোফিয়ার মিনারে।
আমি বিচরণ করেছি ইরাক-ইরান,আফগানিস্তান থেকে তুর্কিমেনিস্থান,আলবেনিয়া হতে আজারবাইজান।
আমি পৌঁছেছি সমুদ্রে ভাসমান মালদ্বীপে।
হেঁটেছি হিন্দুকোষ পর্বতমালায়,
হিমালয় ডিঙিয়ে এসেছি এই বাংলায়।
আমি দেখেছি ইয়াংগুন থেকে জাভাদ্বীপের আগ্নেয়গিরি,
কুয়ালালামপুর থেকে বন্দর সেরি বেগওয়ান।
আমি ঘুরেছি প্রাচীন বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ। তারপর আবার মরুভূমির পথে।
এখন দাঁড়িয়ে আছি সিরিয়ার দামেস্কে।
আমি এসেছি সুয়েজ খাল হয়ে বসফরাস প্রণালির তীর থেকে,আঙ্কারা হয়ে আলেপ্পাতে।
আমি তো এসেছি তেহরান থেকে সানাতে,
কুয়েত সিটি থেকে রিয়াদে।
এখন দাড়িয়ে আছি মক্কার মরুভূমি থেকে কোন এক আরব খেজুর বাগানে।
আমি তো এসেছি বধির আরব হয়ে কাতার,ওমান,
অন্ধ আমিরাত থেকে কুয়েত,বাহরাইন। আবার জয় করে বুর্জ খলিফা ডিঙিয়ে শাম দেশে;
আমি তো এসেছি গাজা থেকে পশ্চিম তীর,আম্মান থেকে কায়রো,আফ্রিকা থেকে এশিয়া।
আজ দুনিয়ার জুলুম থেকে মুক্তির সারা জাগাতে,সদা মাজলুমের মুক্তি লক্ষ্যে হে আল কুদস।
বিদ্রোহ থেকে বিপ্লব,
কিংবা বিপ্লব থেকে বিদ্রোহ।
আমি মহাকাল ধরে সত্য৷
আমিই বিদ্রোহ, আমি বিপ্লব।
আমিই বিদ্রোহ, আমি বিপ্লব।