আজ ভোরে তুমি শিশিরের মতো।
আমার ঢলে পড়া কথারা তোমার হাসির সঙ্গে মিলে ছড়িয়ে যাচ্ছে কাচ।
ধীরে উৎসব আসছে।
জীবনের মুহূর্তে পালটে যাচ্ছে স্বাদ।
এই বিচিত্র সুনামির মতো ঢেউ।
কোথাও পাল তুলছে সমিধ জাহাজ।
প্রেমের গূঢ় ভাবে টেবিলে শিস দিচ্ছে শান্ত সান্তনা।
তাকে কী বলে ডেকে নেবে?
তোমার মোহন বাঁশি বাজিয়ে দেখো
অপেক্ষায় রাধা তোমার পাগল পারা।
