ফরহাদ হোসেনের কবিতা 'সুলেখা'


সুলেখা,
অনেক দিন হল
তোমার কোনো খবর রাখি না।
তার আর সুযোগ কোথায় বল-
ব্যস্ততার এ অমসৃণ ধরাতলে
কোনটাই যেন ঠিকঠাক করে উঠতে পারি না।
আমাকে খুব স্বার্থপর ভেবো না, বরং
আমার ব্যর্থতা বলতে পার।

সুলেখা,
আর তুমি-
তুমিও তো কোনো খবর রাখলে না।
সেজন্য দোষও দেবো না-
কেবলই কষ্টের পাথর বুকে নিয়ে
কোনো এক অরুন্তুদ আর্তনাদে
জীবনটাকে তুচ্ছ মনে হয়।
এলোমেলো কাব্যকথার ভিড়ে
তোমাকে লিখতে পারিনি বলে
যোগ্যদের ভিড়ে কেন জানি নিজেকে
আজকাল বড়ই অযোগ্য মনে হয়। 

সুলেখা,
শুনেছি গাধাও নাকি সম্পদ হয়
খাটাখাটুনিতো আর কম করি না
তবুও কেন কলুর বলদের মত
নিষ্ফলা মাঠের কৃষক মনে হয়।

সুলেখা,
আবার এখানে নাকি
শ্রেষ্ঠত্ব বাছাই এর পরীক্ষা হয়।
কাট কপি পেস্ট করা চটকদার প্রোফাইল তৈরি,
বস্তাভর্তি রেকর্ডপত্র নিয়ে দৌড়াদৌড়ি
যেন নিজের ঢোল নিজে পেটানোর
একটা উৎকৃষ্ট মহড়া হয়।
আবার ঘুষখোর,চাটুকাররা শ্রেষ্ঠও হয়।
বাকিরা পাণ্ডুর আকাশের মত ফিকে হয়।

সুলেখা,
লোভীদেরও একটা জাতপাত আছে
ভাবছি,যেটুকু হয়েছে
সেটুকুও আর আমাকে দিয়ে হবে না-
অনিলের নীল রঙকে আজ
নীল আকাশ মনে হয়।
 চমকের শুকিয়ে যাওয়া ফুলের
 ভুল করে গন্ধ নিতে গিয়ে
অসংবৃত অশ্রুতে লজ্জিত হই।
পরাজিতদের দলে হারিয়ে গিয়ে
ভাববিলাসী বর্ণচোরা হই।

সুলেখা,
কি আর লিখি বল-
আত্মজাকে আজও বুঝিনি বলে
বুদ্ধিশূন্য এই আমি ইতি টানছি-
পাছে বেশি কিছু মনে কর।
ভাল থেকো সুলেখা, ভাল থেকো।।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post