আশরাফুল আলম'র গীতিকবিতা।। বর্ণপ্রপাত


ভাওয়াইয়া //চটকা
তালঃ ঝুমুর।

তোমরা চ্যাতন হন,চ্যাতন হন,
হনরে সগায় সাবোধান,
করোনা ভাইরাস পাতে থুইছে মরণ ফান্দ।।

দরকার বিনে মিছেমিছি বাইরা যাইবেন কম,
ফম পাসুরি না যান যেটেই লোকের সমাগম।।

নিদ্যান কালে সরকারে জারী করছে আইন
বাড়িত থাকি মানো সগায় হোমকোয়ারেন্টাইন।।

ঘনোঘনো সাবোন দিয়া হাত নিবেন ধুইয়া ২০সেকেন্ড দোনোহাত কচলেয়া কচলেয়া।।

পুঁজা-পার্বন,নামাজ-কালাম ঘরোত সোন্দে কর
দশজনের অধীক মানসি এ্যাকঠে না হন জড়ো।

কোলাকুলি হ্যান্ডশেক না করিবেন আর,
তিনফুট দুরোত থাকি পুছেন যত সমাচার।।

সর্দি-জ্বর আর ঢোন্ডর ব্যাথা যদি কারো হয়
৯৯৯-এ কল করিয়া জানাইবেন নিশ্চয়।

রচনাকালঃ৩০ এপ্রিল ২০২০খ্রীঃ।
রাত্রিঃ১২:০৫।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post