বিপুল রায়'র কামতাপুরী ভাষায় দুইটি কবিতা ।। বর্ণপ্রপাত


অভাবের সংসার 

চাইলে কি আর পাওয়া যায়– অত দামী শাড়ি
সংসারের ভিত্তিও দ্যাখ, কেন্দেলিসে ঘর-বাড়ি!
প্যাটের ভোকে পরান যায়– জিনিসের যা দাম
বুঝিয়াও কেনে বুঝিস না তুই উঠেছে ছাল-চাম!
একটা মানষি কাজ করোং, কয়টা মানষি খাই?
সপ্তার শ্যাষে দ্যাখোং পকেট, একটা টাকাও নাই!
লিসের জমিত পাটা করিলুং করিয়া কত ঋণ
পাটারও বোলে দামে নাই– শুনোং ব্যাচের দিন!
পয়লা বৈশাখের শাড়ি দিয়া এবার ঘুরেক পূজা
টানিটুনি চলেছে সংসার– পাছিত না নাই বুঝা?
আগুরি-ভাগুরি করিলুং কবি জমি বন্দক নিয়া
কবি ব্যাচেয়া শাড়ি কিনি দিম ধূপগুড়ি হাট যায়া।
সেই শাড়ি পিন্দিয়া তুই লাইটিং দেখির যাইস
সাথে একশো টাকাও দিম– ইচ্ছা মতন খাইস।
ওংকরিয়া তাও তুই মোক খ্যাচ-খ্যাচে না নইস
যেলায়-সেলায় না-মরদ, কুরিয়া-কুষ্ট না কইস!
কথা দিলুং পরের বছর আগুরি-ভাগুরি কিনিস
গয়না-গাটি, শাড়ি-ছায়া, মন পছন্দের জিনিস।

আর একবার

সাথী,
পুরানা কথা ছাড়
আজি-- আর একবার
মনে মনে মিলাই মন
ভুলি যায়া পুরানা দ্বন;
আর আপত্তি করিস না
নিন্দুকের কথাও ধরিস না
উমুরা ফেলাবে পচানি ঢালোত
আর না হলে সাপের খালোত!

মোর ভুলটা মুই বুঝিসুং
সংশোধনের উপায়ও খুঁজিসুং;
তোর দোষটা ছাড়ি দিয়া--
মোর গাতে সব ন্যাটপ্যাটে নিলুং।

তাও সম্পর্কটার রাখেক মান
তুই মোর জোনাকী সাথী
মুই তোর পূণ্যিমার চাঁন।

তারিখ: ০৪.১২.২০১৯

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।