রামপ্রসাদ বর্মণ এর কবিতা জ্যামের জীবন

মুই কান্দোঙ আজিও ঘরোত বসি,
কেনে হেমন হইল!
মানষি গিলা চলিতে চলিতে
হঠাৎ বসিয়া নইল!

জীবন গিলা জ্যাম হয়্যা গেইল
হাতাশে হাতাশে বিড়ায়
মুখোত পিন্দে টোপার মতোন
ভীড় দেখিলে জিড়ায়!

কতোলা দিন কাটিয়া গেইল
আরও কতোবা কাটে,
গোটা পৃথিবীর তামলা দেশে!
কত্তো চেষ্টা করেছে সগায়
কাহারোটায় না খাটে!?!

হেমন কেমন কান্ড ইবার
হাতাশ নাগেছে ভাই
মর্ত্যের মানষি স্বর্গে যাছে
'কাহারো' দেখা নাই!!



             -শ্যাপো-
           ১৭.০৬.২০২০

রামপ্রসাদ বর্মন,
মেখলিগঞ্জ, কোচবিহার
ভারত।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।