আমার মাঝে তুমি ছিলে
ছিলে নীল আকাশ,
তোমার মাঝে ছিলাম আমি
সুমধুর দখিনা বাতাস।
আমার মাঝে ছিলে তুমি
সাগরের বুকে যেমন জল,
তোমার মাঝে তুমি ছিলে
আমার মাঝে আমি অচল।
রংধনুর রঙের মত করে
পাল্টিয়েছ তোমার বর্তমান,
তোমার আমার ভালবাসা তাই
অতীত স্মৃতি দুঃখের গান।
হয়ত তোমার স্মৃতি নেই আর
আমার ভাবনার উঠোন জুড়ে,
তুমি নামের হাহাকার তবু
এ হৃদয়টা খায় কুড়ে কুড়ে।
শত চেষ্টার মাঝেও হয়তো
ভুলতে গিয়ে হয় না ভোলা,
হয়তো ব্যর্থজীবনে এখন আর
লাগে না বসন্তের দোলা।
হয়তো চৈত্রের তীব্র আগুনে
আমাকে চাও পুড়িয়ে দিতে,
তুমি নেই তাই অচেনা আমি
সুন্দর এই পৃথিবীতে।
ফিরে এসো ওগো প্রিয়তমা
দাও সাড়া ভালোবাসায়,
না হয় আমাকে সাজিয়ে নেব
কোন এক মধু পূর্নিমায়।