সেইদিনে সেইক্ষণে ঘটেছিলো কী!
সময়ের বিবর্তনে ভুলে গেছে জাতি
মনে পড়ে কী সেই ২৫শে ফেব্রুয়ারি?
ক্ষমতা লোভীর হস্তে নিহত ৫৭ মিলিটারি।
যারা ছিলো দেশের সূর্য-সাহসী সন্তান
সত্যের পথে অটল থেকে জীবন করলো দান।
সেই বীরদের শূন্যস্থান কখনও হবে না পূরণ
আফসোস করবে বাঙ্গালী সারাটা জীবন।