যুদিও জিত হয়
বুদ্ধি বিনা জীবন ভ্রষ্ট
গুরুজনে কয়।
ধৈয্যশক্তি-- মহাশক্তি
জাগাও মনে মনে
হারের মৈধ্যে জিত হবে
কয় গুরুজনে।
শত্রুক ভাবো মিত্রসম
অশান্তি হবে দূর
ঝই-ঝামেলা হবে কম,
কমিবে সুরাসুর।
গুরু-বাইক্য শাস্ত্র সমান
শুনিলে পূণ্য হয়
গুরু-বাইক্য মানি চলিলে
সর্ব কাজে জয়।
তারিখ: ০২.০৮.২০১৯