বিপুল রায়'র কবিতা গুরু বাইক্য ।। বর্ণপ্রপাত


বল প্রয়োগে ফল নষ্ট
যুদিও জিত হয়
বুদ্ধি বিনা জীবন ভ্রষ্ট
গুরুজনে কয়।

ধৈয্যশক্তি-- মহাশক্তি
জাগাও মনে মনে
হারের মৈধ্যে জিত হবে
কয় গুরুজনে।

শত্রুক ভাবো মিত্রসম
অশান্তি হবে দূর
ঝই-ঝামেলা হবে কম,
কমিবে সুরাসুর।

গুরু-বাইক্য শাস্ত্র সমান
শুনিলে পূণ্য হয়
গুরু-বাইক্য মানি চলিলে
সর্ব কাজে জয়।

তারিখ: ০২.০৮.২০১৯

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।