বৃষ্টির অভিমান ।। আব্দুর রহিম



অঝোরে কাঁদছে আকাশ বেশদিন বয়ে গেলো,
চারিদিক খালবিল করছে টলমলো।
ব্যাঙ লুকিয়ে কোন আড়ালে?
বৃষ্টি হোক বৃষ্টি হোক যে পাখিটা বলে,
নাই যে তাদের হাঁকডাক গেছে নাকি দূরে।
বিষ্টির মিষ্টি মুখে নাইরে তপন ভরদুপুরে
ধসে পরা ঘরের তলে শিশু করুন স্বরে;
মা মা ডাকছে সে আত্মচিৎকারে।
বাড়িগুলো সব দ্বীপ সেজেছে
ভাসছে পশু জলে,
সিখছে সাঁতার ছোট্র মনি মায়ের বাহুতলে।
মাছরাঙাটা উপোস বুঝি চঞ্চুতে নাই মাছ,
স্রোতের তোড়ে যাচ্ছে ভেসে
পশু-পাখি বাঁশ, গাছ।
ডুবে গেছে ঘরের চাল; ঘুমোর জায়গা নাই,
ভাঙছে আবার ঢেউয়ে ঢেউয়ে
নাই দাঁড়াবার ঠাই।
বিষ্টি বলে দোষ কি আমার? মেঘের গুড়গুড়ি
থামাতে গিয়ে আমায় নিয়ে চলে বাহাদুরি।
 আকাশ থেকে আসি আমি দোষ কি  তাতে?
ভাসায় দেশ সব করে শেষ দাদার পানিতে।
উজান থেকে নেমে আসে ভাঙতে ঘরবাড়ি,
বিষ্টি আমি একাই কি আর এমন করতে পারি?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।