অঝোরে কাঁদছে আকাশ বেশদিন বয়ে গেলো,
চারিদিক খালবিল করছে টলমলো।
ব্যাঙ লুকিয়ে কোন আড়ালে?
বৃষ্টি হোক বৃষ্টি হোক যে পাখিটা বলে,
নাই যে তাদের হাঁকডাক গেছে নাকি দূরে।
বিষ্টির মিষ্টি মুখে নাইরে তপন ভরদুপুরে
ধসে পরা ঘরের তলে শিশু করুন স্বরে;
মা মা ডাকছে সে আত্মচিৎকারে।
বাড়িগুলো সব দ্বীপ সেজেছে
ভাসছে পশু জলে,
সিখছে সাঁতার ছোট্র মনি মায়ের বাহুতলে।
মাছরাঙাটা উপোস বুঝি চঞ্চুতে নাই মাছ,
স্রোতের তোড়ে যাচ্ছে ভেসে
পশু-পাখি বাঁশ, গাছ।
ডুবে গেছে ঘরের চাল; ঘুমোর জায়গা নাই,
ভাঙছে আবার ঢেউয়ে ঢেউয়ে
নাই দাঁড়াবার ঠাই।
বিষ্টি বলে দোষ কি আমার? মেঘের গুড়গুড়ি
থামাতে গিয়ে আমায় নিয়ে চলে বাহাদুরি।
আকাশ থেকে আসি আমি দোষ কি তাতে?
ভাসায় দেশ সব করে শেষ দাদার পানিতে।
উজান থেকে নেমে আসে ভাঙতে ঘরবাড়ি,
বিষ্টি আমি একাই কি আর এমন করতে পারি?