পাহাড়ি ঢল নামে
আর নামে ভারী বর্ষণ
ভীষণ বন্যা এখন।
ব্রহ্মপুত্র ভাসে
ধরলা, তিস্তা ভাসে
আর ভাসে উত্তরের
সব নদীনালা।
গরীবের ঘরবাড়ি
ধানী জমি সব ভাসে
আর ভাসে বীজতলা ।
চারিদিকে এতো জল
সেই জলে একাকার
বানভাসি মানুষের
হাহাকার ।
বিপর্যস্ত গৃহস্থালি
মনে তার জমে এক
বিস্তর মরুভূমি,
আছে তার খাঁ খাঁ প্রান্তর
আর আছে পোড়া উত্তাপ ।
কেমন পাহাড়ি ঢল!
কেমন ভারী বর্ষণ!
কেমন বন্যা এখন!
সব কিছু ভাসায়,
শুধু ভাসে না
মনে জমা, বিস্তর মরুভূমি ।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com