সিরিজ কবিতা : ভানু - ১ ।। বিপুল রায়


ভানু, তোক দেখি মোর মনের ভিতিরা প্রশ্ন হয়
মানষিলা ক্যানে তোক পাগলা পাগলা কয়?
শুনিসুং তুই নাকি সাধারণ দিনমজুরের ছাওয়া
কুনোদিন জুটিসে কুনোদিন জুটে নাই খাওয়া!
তাও বোলে তুই নাকি ইংরাজীর এম.এ পাশ
ক্যাংকরি পাগলা হলু? কায় করিল সর্বনাশ?
সবসমায় দ্যাখোং তোর হাতোত একটা ঝোলা
ছিঁড়া-ফাটা জামা-কাপড় পিন্দিস ঢিলা-ঢোলা।
হোসেনের টাড়িত দ্যাখোং ছাওয়ালাক পড়াইস
পাগলায় যুদি তুই-- ক্যাংকরি মানষি গড়াইস?
সাঞ্ঝেরক্ষণ দ্যাখোং ভাগবতের দলোত যাইস
মনটা উজার করি দিয়া তুই কি লাভ পাইস?
ঘরত বোলে আছে তোর এক সাদাসিদা মাও
সারাদিন করি থাকে-- ভ্যাকের ভ্যাকের আও!
একমুঠি খাবার পাইলে তুই-- বাড়ি ধরি যাইস
মাওয়ের সাথে বসি বোলে ভাগ বাটে খাইস!
তুই কি ছছায় পাগলা ভানু? মানষিলা যে কয়
তোক দেখি মানষির কথা তো বিশ্বাসে না হয়।

তারিখ: ২৪.০৫.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।