এ জীবন ক্ষুদ্র জানি
তবু তার পরতে পরতে
নানা সুখ
বহু গ্লানি
সময় বড়ই অদ্ভুত মানি
দিলে দুহাত ভরে দেয়
বিপক্ষে সময় হলে –
জীবন হয়ে ওঠে খাঁ খাঁ
মরুভূমি ।
ভুল সময়ের ভুল পদক্ষেপে
নাম, যশ ,খ্যাতি কিংবা
সাফল্য -সবই যেতে পারে
জলাঞ্জলি ।
আপনিও লেখুন বর্ণপ্রপাতে