Homeইসমাইল হোসেন জলাঞ্জলি ।। ইসমাইল হোসেন July 27, 2020 0 এ জীবন ক্ষুদ্র জানিতবু তার পরতে পরতেনানা সুখবহু গ্লানি সময় বড়ই অদ্ভুত মানিদিলে দুহাত ভরে দেয় বিপক্ষে সময় হলে –জীবন হয়ে ওঠে খাঁ খাঁ মরুভূমি ।ভুল সময়ের ভুল পদক্ষেপেনাম, যশ ,খ্যাতি কিংবা সাফল্য -সবই যেতে পারেজলাঞ্জলি । হালিচা: ইসমাইল হোসেন ছড়া-কবিতা Facebook Twitter