জলাঞ্জলি ।। ইসমাইল হোসেন



এ জীবন ক্ষুদ্র জানি
তবু তার পরতে পরতে
নানা সুখ
বহু গ্লানি 
সময় বড়ই অদ্ভুত মানি
দিলে দুহাত ভরে দেয় 
বিপক্ষে সময়  হলে –
জীবন হয়ে ওঠে খাঁ খাঁ 
মরুভূমি ।
ভুল সময়ের ভুল পদক্ষেপে
নাম, যশ ,খ্যাতি কিংবা 
সাফল্য -সবই যেতে পারে
জলাঞ্জলি ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।